ঢাকা ১৮ জুন : গত বছর সাত হাজার স্কয়ার ফিটের সি-ভিউ এই অ্যাপার্টমেন্ট সুপার লাক্সারি প্রজেক্টটি দেখে গিয়েছেলেন কোহলি-আনুশকা।বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের টানাপড়েন নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, তখন সবাইকে চমকে দিয়ে শিরোনাম আবারও হলেন ভারতের টেস্ট অধিনায়ক। এ বার প্রেমিকার জন্য ৩৪কোটি রুপি দিয়ে ফ্ল্যাট কিনলেন কোহলি। তাও আবার আনুশকার পাড়ায়।
যদিও বিলাসবহুল এই কমপ্লেক্সে কোহলির অ্যাপার্টমেন্ট কেনার কথা চলছিল বেশ কয়েক মাস ধরে। কিন্তু আইনগত সমস্ত লেনদেন সম্পূর্ণ হয়েছে মাত্র দিন কয়েক আগেই। পাঁচটি রুমের এই অ্যাপার্টমেন্টটি কোহলি এবং তার বান্ধবী আনুশকা শর্মা দেখতে গিয়েছিলেন গত বছর। সেই সময় ওই কমপ্লেক্সের ফ্ল্যাটগুলো নির্মাণাধীন ছিল।
একই বিল্ডিংয়েই থাকবেন আরেক ক্রিকেটার যুবরাজ সিং। ২০১৪ সালে ২৯তম তলায় একইরকম একটি ফ্ল্যাট কেনেন তিনি। তবে এই বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ইতোমধ্যে ৭০ শতাংশ ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। কোহলির কেনা ফ্ল্যাট তিনি পাবেন ২০১৮ সালের মাঝামাঝি সময়ে।