শেখ ফজলে নূর তাপস একমাত্র মেয়র প্রার্থী হিসেবে ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে ‘সুনির্দিষ্ট পরিকল্পনা’ দিয়েছেন উল্লেখ করে নির্বাচিত হলে তা ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানিয়েছেন ।
শুক্রবার রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী।
তাপস বলেন, ‘আমি একমাত্র মেয়র প্রার্থী যিনি এই ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি। আমরা পাঁচটি ভাগে আমাদের রূপরেখা আমরা ভাগ করেছি। প্রথমত, ঐতিহ্যের ঢাকা, গর্বের ঢাকা। আমরা সেই গর্বের ও ঐতিহ্যের ঢাকাকে পুনরুদ্ধার করতে চাই।’
‘এই ঐতিহ্যবাসী ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য এবং এর স্বকীয়তাকে আমরা পুনরুজ্জীবিত করবো। আমাদের পাচঁটি রূপরেখা হলো-ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা। এই পাঁচটির সমন্বয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা হবে।’
এ সময় নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী ও দলটির নেতাদের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মী ও জনগণের মাঝেও একটি উৎসবমুখর সুষ্ঠু পরিবেশ আছে। উনারা অভিযোগ নিয়ে ব্যস্ত, আমরা গণসংযোগ নিয়ে ব্যস্ত।’
দলীয় নেতা-কর্মীদের এ সময় নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
শেখ তাপস বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে আমরা যে গণসংযোগ শুরু করেছি তাতে আমরা ঢাকাবাসীর অনেক সাড়া পাচ্ছি। আমরা স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী তা স্বতস্ফূর্তভাবে গ্রহণ করেছে বলে আমি মনে করি। আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমাকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।’
এ সময় তিনি ৩৪ নম্বর ওয়ার্ডে দলের কাউন্সিলর প্রার্থী মীর সমীর ও মহিলা কাউন্সিল রুনা হুমায়ুন পারভীনকে পরিচয় করিয়ে দেন।
পরে শেখ তাপস নেতাকর্মীদের নিয়ে পুরান ঢাকার সংশ্লিষ্ট এলাকার অলিগলিতে লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারণা চালিয়ে ভোট চান।