ধর্ষককে পেট্রল ঢেলে প্রকাশ্যে পুড়িয়ে মেরেছে গ্রামবাসী ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে । ওই ব্যক্তির নাম আলফ্রেডো রবলেরো। মেক্সিকোর ছিয়াপাস প্রদেশের একটি গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটে।
নিখোঁজ হবার পরদিন শিশুটির মৃতদেহ গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। আলফ্রেডো রবলেরোকে সন্দেহ করেন পরিবারের লোকজন। প্রমাণও মেলে আলফ্রেডোর বিরুদ্ধে। শিশুটির পরিবারের লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন তখন তাদের হাত থেকে ছিনিয়ে নেন ক্ষিপ্ত গ্রামবাসীরা।
তারপর তাকে একটি খুঁটিতে বেঁধে ফেলেন তারা। সেখানেই অভিযুক্তর গায়ে ঢালা হয় পেট্রল। তার পর লাগিয়ে দেয়া হয় আগুন।
৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে ধর্ষককে পেট্রল ঢেলে প্রকাশ্যে পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। ওই ব্যক্তির নাম আলফ্রেডো রবলেরো। মেক্সিকোর ছিয়াপাস প্রদেশের একটি গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটে।
নিখোঁজ হবার পরদিন শিশুটির মৃতদেহ গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। আলফ্রেডো রবলেরোকে সন্দেহ করেন পরিবারের লোকজন। প্রমাণও মেলে আলফ্রেডোর বিরুদ্ধে। শিশুটির পরিবারের লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন তখন তাদের হাত থেকে ছিনিয়ে নেন ক্ষিপ্ত গ্রামবাসীরা।
তারপর তাকে একটি খুঁটিতে বেঁধে ফেলেন তারা। সেখানেই অভিযুক্তর গায়ে ঢালা হয় পেট্রল। তার পর লাগিয়ে দেয়া হয় আগুন।