ঢাকা জুন ১৮ : এক মাসের মধ্যেই ফের প্রাকৃতিক বির্পযয় দেখা দিলো দেশটিতে তীব্র বন্যায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার দু’টি কমিউনিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উত্তরাঞ্চলীয় আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে দাবানলের ।
প্রচণ্ড বৃষ্টিতে সেতু, রাস্তা তলিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (১৭ জুন) গ্যাস সমৃদ্ধ ডাউসন ক্রিকে জরুরি অবস্থা জারি করা হয়।
মেয়র ডেল বাম্পস্টিড বলেন, ‘ভয়ঙ্কর কয়েকটি দিন’। বৃষ্টি কমেছে। এখন ক্ষয়ক্ষতি ও স্থাপনাগুলো ঠিক করার দিকে নজর দিতে হবে।
এর আগে গত বুধবার (১৫ জুন) ডাউসন ক্রিক থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চিতউইন্ড-এ জরুরি অবস্থা জারি করা হয়।
কমিউনিটি দু’টি ব্রিটিশ কলম্বিয়ার এনার্জি ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ফোর্ট সেন্ট জনের দক্ষিণে অবস্থিত।