একটি পিকআপ তল্লাশি করে ৫৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ রাজবাড়ীতে । মঙ্গলবার জেলার কালুখালী থানার চাঁদপুর রেল গেইট সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মানিক সরদার ও আলামিন সরকার।
র্যাব-৮ উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, ‘আসামিদের হেফাজত থেকে মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত চারটি সিমকার্ডসহ তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে জেলার কালুখালী থানায় মামলা করা হয়েছে।’