র্যাব কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ হাজার ৭৮০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে । মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মেজবাহ উদ্দিন ও মোবারক হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার ইয়াবার মূল্য দুই লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, দুই আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে।