ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি সাধারণ ওয়ার্ডে দুজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী না থাকায় । এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচিত হয়েছেন আরও দুজন প্রার্থী। ৩০ জানুয়ারি ভোট শেষে ফল প্রকাশের সময় তাদেরও গেজেট আকারে নির্বাচিত ঘোষণা করা হবে।
ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ডিএসসিসির দুটি সাধারণ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল আর ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর)। আর সংরক্ষিত ওয়ার্ডের দুজন হলেন- ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বরে (২২, ২৩, ২৬ নং ওয়ার্ড) নিলুফার রহমান। এই চারজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘দক্ষিণ সিটির ২৫ ও ৪৩ নম্বর সাধারন ওয়ার্ড এবং ৬ ও ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’