শুক্রবার সকালে প্রতীক বরাদ্দ শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।
ইতোমধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পেয়েছেন। ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া নির্বাচন কমিশন। সকালে গোপীবাগের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এই প্রতীক বরাদ্দ দেন।
দক্ষিণ সিটিতে মোট ৩৬৪ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনের ৮২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়ার কাজ চলছে। এখন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।
তাপস-ইশরাক ছাড়া মেয়র পদে অন্য যারা প্রতীক পেয়েছেন তারা হলেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলনের আবদুর রহমান ‘হাতপাখা’, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের আকতার-উজ্জামান ওরফে আয়াতুল্লা ‘ডাব’ এবং গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ‘মাছ’।