এখন থেকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হবে ২রা মার্চ। আজ মন্ত্রী পরিষদ সভার বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় ভোটার দিবসের সঙ্গে মিল রেখে সংরক্ষিত ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধির উদ্দেশে প্রতি বছর ২রা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারির পরিবর্তে এখন থেকে ২রা জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।