বুধবার পরিদর্শন করে সার্বিক উন্নয়ন কার্যক্রমের আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. মার্সি টেম্বন গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা । এ সময় সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান. প্রধান প্রকৌশলী আকবর হোসেনসহ সিটির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের জয়দেবপুর, কাউলতিয়া, পূবাইল, গাছা ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে কান্ট্রি ডিরেক্টর সন্তোষ প্রকাশ করেন। দিনভর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। পরে নগরের সড়ক নির্মাণ, পয়ঃনিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপণা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ে গাছা আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব উন্নয়ন কার্যক্রমে গাজীপুর সিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031