জরুরি প্রয়োজন ছাড়া বাসা এবং কর্মস্থলের বাইরে যেতে বারণ করা হয়েছে। ইরাকে অবস্থিত বাংলাদেশিদের সতর্কভাবে চলাচলের অনুরোধ করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে যেকোনো পরামর্শের জন্য ইরাকে বাংলাদেশ দূতাবাস প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকছে জানিয়ে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাস গণবিজ্ঞপ্তি জারি করেছে শুক্রবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনার পরে সতর্কতামূলকভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুক্রবার ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে প্রবাসী মার্কিনীদের প্রতিরক্ষা নিশ্চিত করতে এক অভিযানে জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই পাল্টাপাল্টি হুমকি চলছে দুই দেশের মধ্যে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |