ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ কারাগারের সামনে থেকে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে । অভিযুক্ত ওই নারীর নাম রানু আক্তার। শনিবার বেলা ১১ টার সময়ে এ ঘটনা ঘটে। আটককৃত ওই নারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফেইসবুক থেকে জানা যায়, প্রতারক চক্রটির
সদস্যরা কারাগারে আসা সাক্ষাৎ প্রার্থীদের কাছ থেকে কৌশলে মোবাইল নম্বর
সংগ্রহ করে। পরর্বতীতে চক্রটির সদস্যরা ওই নম্বরে ফোন করে বলে, কারাগারে
আটক তাদের আত্মীয়-স্বজন গুরুতর অসুস্থ বা বন্দি অন্য বন্দির সঙ্গে মারামারি
করে গুরুতর আহত অবস্থায় আছে। চিকিৎসার জন্য টাকা লাগবে বলে বিকাশের
মাধ্যমে অর্থ আত্মসাৎ করে থাকে।
আটক রানু আক্তারের স্বামীর নাম বশীর মোল্লা। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর রাজলক্ষ্মী মাছের আড়ত এলাকায় বসবাস করেন।
এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, ওই নারীকে বিকালে আমাদের এখানে আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে এরসাথে আর কারা কারা জড়িত রয়েছে।
এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম বলেন, আমরা ওই নারীকে আটক করে পুলিশের কাছে দিয়েছি। আর তিনি যে নারীর সাথে প্রতারণ করেছেন তাকেও আমরা দিয়েছি। এখন বাকিটা তাদের ব্যাপার।