ঢাকা ১৬ জুন :অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস দেয়ার নির্দেশনা দিয়ে বুধবার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকুরেরা রোজার ঈদে উত্সব ভাতা পাবেন। এতে বলা হয়েছে, উত্সব ভাতা ১ জুলাইয়ের আগেও তোলা যাবে।
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে গত বছরের ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার।
২০১৫ সালের ১ জুলাই থেকে অষ্টম বেতন কাঠামো কার্যকর ধরা হলেও বিভিন্ন ভাতা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ ছিল। এর পরেও সরকারি চাকুরেরা ঈদ বোনাস ফিক্সেশনে দোলাচলে পড়েন। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দোলাচল দুর করতেই অর্থ মন্ত্রণালয় আদেশ জারি করলো।