বাংলাদেশের অর্থমন্ত্রী মোস্তফা কামাল ফিন্যান্সিয়াল টাইমসের মালিকানাধীন আর্থিক বিষয়ক প্রভাবশালী বৃটিশ সাময়ীকি দ্য ব্যাংকার কর্তৃক সেরা অর্থমন্ত্রীর পুরস্কারে ভূষিত পেয়েছেন । ২রা জানুয়ারি সাময়ীকিটির অনলাইন ওয়েবসাইটে ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ২০২০’ পুরস্কারের তালিকাটি প্রকাশিত হয়েছে। তাতে ‘ গ্লোবাল অ্যান্ড এশিয়া প্যাসিফিক’ ক্যাটাগরিতে সেরা অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। সাময়ীকি অনুসারে, যেসব অর্থমন্ত্রীরা সবচেয়ে ভালোভাবে তাদের দেশের অর্থনীতির প্রবৃদ্ধি চাঙ্গা ও স্থিতিশীল করতে পারে তাদের এ পুরস্কার দেয়া হয়।
সাময়ীকীটি অর্থমন্ত্রীকে নিয়ে লিখেছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ উন্মুক্ত করে দেশের অর্থনীতি গোড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মোস্তফা কামাল। ইতিমধ্যে দেশটি বিগত দুই বছর ধরে ৮ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে।
কামালকে উদ্ধৃত করে ব্যাংকার বলেছে, টানা তিন বছর
ধরে ৭ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পর ২০১৯ অর্থবছরে
বাংলাদেশ ৮.১৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে। এছাড়া, দরিদ্রতা হ্রাস,
স্বাস্থ্য, শিক্ষা ও নারী ক্ষমতায়নের মতো বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকেও
লক্ষণীয় অগ্রগতি করেছে দেশটি।
সাময়ীকিটিতে অর্থমন্ত্রীকে নিয়ে লেখা হয়,
সরাসরি বৈদেশিক বিনিয়োগে জোর দিয়ে আন্তর্জাতিক সমর্থন আকৃষ্টের ক্ষেত্রে
মোস্তফা কামালের ভ’মিকা অনস্বীকার্য ছিল। এছাড়া, বাংলাদেশকে পুঁজি বাজারে
নিয়ে যাওয়াও কামালের অন্যতম পদক্ষেপগুলোর একটি।
প্রসঙ্গত, মোট পাঁচটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে রয়েছে, গ্লোবাল অ্যান্ড এশিয়া প্যাসিফিক, ইউরোপ, আমেরিকাস, মিডল ইস্ট ও আফ্রিকা। এই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এ পুরস্কার পেলেন।