আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে তিনি নগরবাসীর জন্য একটি নব সূচনা করতে চান। গতকাল সকাল সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেয়ার পর একথা বলেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ। মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, ঢাকা-১০ আসন ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন। এ আসনে আমি সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা করে আসছি। আমার এলাকার লোকজন আমাকে ভালোবেসে। আলিঙ্গন করে রেখেছেন। এখন ঢাকাবাসীকে আরও ব্যাপক পরিসরে সেবা দেয়ার জন্য মেয়র পদে নির্বাচন করছি।
তিনি আরো বলেন, আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নব সূচনা করতে চাই। আমাদের অনেক করণীয় আছে। দীর্ঘদিন ঢাকাবাসী অবহেলিত-বঞ্চিত তাদের নাগরিক সেবা থেকে। আসন্ন নির্বাচনে ঢাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ। আপনারা আমাকে পরীক্ষা করে দেখেন। আপনারা যদি আমাকে সেবক হিসেবে নির্বাচিত করেন তাহলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মনোনয়ন পত্র জমা দিতে আসার সময় ব্যাপাক শোডাউনের কারণে কোন আচরণবিধি লঙ্ঘন হয়েছে কী না? এর জবাবে তাপস বলেন, আমি নির্দিষ্ট সংখ্যক সিনিয়র নেতা নিয়ে এসেছি। একইসঙ্গে কাউন্সিলররা মনোনয়নপত্র জমা দেয়ায় এই সমাগম হয়েছে।