উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোধ্যায় মসজিদ তৈরির জন্য বিকল্প জমি চিহ্নিত করেছে । চিহ্নিত জমির ব্যাপারে ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। বাবরি মসজিদ-রামমন্দির জমি বিরোধ মামলায় সুপ্রিম কোর্ট রামলালাকে বিতর্কিত ২.১৭ একর জমির অধিকার দেয়ার পাশাপাশি অযোধ্যার গুরুত্বপূর্ণ জায়গায় মসজিদ তৈরির জন্য বিকল্প জমি দেয়ার নির্দেশ দিয়েছিল। জানা গেছে, যে ৫টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে সেগুলো অযোধ্যার পুজো এলাকার ১৫ কিলোমিটার বাইরে। জমিগুলো মূল অযোধ্যা নগরীর পাশ দিয়ে যাওয়া হাইওয়ের পাশে অযোধ্যা-ফৈজাবাদ রোড, অযোধ্যা-বাসতি রোড, অযোধ্যা-সুলতানপুর রোড এবং অযোধ্যা- গোরক্ষপুর রোডের ধারে অবস্থিত। এগুলোর বিষয়ে সুন্নি ওয়াক্ফ বোর্ডকে জানানো হবে। এই জমিগুলোর মধ্য থেকে পছন্দসই একটি বেছে নিতে পারবে সুন্নি ওয়াক্ফ বোর্ড। তবে মসজিদ তৈরির জন্য বিকল্প জমি নেবে কিনা, সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সুন্নি ওয়াক্ফ বোর্ড।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |