ঢাকা ১৬ জুন : ২০ জন শিশুসহ ৩৪ জনের মরদেহ আলজেরিয়া সীমান্ত সংলগ্ন সাহারা মরুভূমিতে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নাইজার। সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, মরুভূমির বুকে ছোট শহর আসসামাক্কার খুব কাছেই মরদেহগুলো পড়ে থাকতে দেখা যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বাজোম মোহাম্মদ বলেন, পাচারকারীরা এদের মরুভূমিতে ফেলে পালিয়ে যায় এবং প্রচ- তৃষ্ণায় এদের মৃত্যু হয়।
সাব-সাহারা আফ্রিকা এবং ইউরোপের মধ্যে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পথ হচ্ছে নাইজার। মোহাম্মদ জানান, নিহতদের মধ্যে নয় জন নারী এবং পাঁচজন প্রাপ্ত বয়স্ক পুরুষ। ধারণা করা হচ্ছে, ৬ থেকে ১২ জুনের মধ্যে এদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নাইজেরিয়ান নাগরিক তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দি ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, প্রায় এক লাখ ২০ হাজার অভিবাসন প্রত্যার্শী গত বছর নাইজারের উত্তরাঞ্চলের আগাডেজ অঞ্চল পাড়ি দিয়েছে।
গত কয়েক বছর ধরে লিবিয়াতে রাজনৈতিক সংঘর্ষের কারণে প্রচুর অভিবাসন প্রত্যার্শীর কাছে আলজেরিয়া এখন জনপ্রিয় রুট।