বাংলাদেশের নাগরিক মোহাম্মদ এনাম চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের গভর্নর টম উলফের এশিয়া-প্যাসিফিক সম্পর্কিত উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন । তিনি বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে এ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। পরে ডিভি লটারি পেয়ে আমেরিকায় চলে যান।

উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বিক্রীত বাংলা সাপ্তাহিক ‘ঠিকানা’য় এক সাক্ষাৎকার দেন এনাম চৌধুরী। সাক্ষাৎকারে নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার পর পেনসিলভেনিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের জন্য কাজ করার অঙ্গীকার করেন মোহাম্মদ এনাম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য কাজ করার পাশাপাশি মূলধারায়ও কাজ করছি। কাজ করার পুরস্কার হিসাবে আমাকে গভর্নরের উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে।

এনাম চৌধুরীর পূর্বে নাঈমা হারিস রাইদু নামে আরেক বাংলাদেশিও একই দায়িত্ব পালন করেছিলেন।

এ বিষয়ে এনাম চৌধুরী বলেন, এটা অবশ্যই আমাদের জন্য সম্মানের। সেই সঙ্গে মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি আগামী দিনে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে।

বর্তমানে পাঁচ হাজার বাংলাদেশি ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। ধীরে ধীরে সেখানে বাংলাদেশির সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

এনাম চৌধুরী বলেন, বর্তমানে ফিলাডেলফিয়ায় বাঙালি সম্প্রদায় আর ছোট নেই। ক্রমশই বাড়ছে। আগামীতে আরও বাড়বে। আমি চট্টগ্রাম থেকে সোজা এখানে এসেছি। আমি চট্টগ্রাম বন্দরে এ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসাবে কাজ করতাম। সেখানে কাজ করা অবস্থায় ডিভি লটারি পাই। এরপর এখানে চলে আসি। এখানে আমার সন্তান, স্ত্রী ছাড়াও আমার মা ও তিনভাই রয়েছেন।

তিনি বলেন, এই দেশে আসার পর আস্তে আস্তে চেষ্টা করেছি ব্যবসা করার। এখন ব্যবসা করছি। আমার ডিসকাউন্ট শপ রয়েছে। ২০০১ সালে আসার পর বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও নিজেক সম্পৃক্ত করেছি। এখনও জড়িত আছি বাংলাদেশ কম্যুনিটি অব পেনসেলভেনিয়া। ডেমোক্রেটিক দলের সঙ্গে জড়িত রয়েছি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি।

তিনি বলেন, আমি যে পদে নিয়োগ পেলাম এই জন্য আমাকে কষ্ট করতে হয়েছে। আবু আমিন নামে একজন আছেন তিনি ভাল অবস্থানে আছেন। আমি দশ বছর আগে তার মাধ্যমে আমাদের একজন কংগ্রেসম্যানের জন্য কাজ করেছিলাম। সেখান থেকেই জানা শোনা।

বর্তমান পদে আসা ও নির্বাচিত হওয়ার জন্য আমার নাম প্রস্তাব করেন নাইমা হারেস রাইদু। তিনি নাম প্রস্তাবের পর আমি আমার রেজুমি দিয়েছি। এরপর গভর্নরের অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমার ইন্টারভিউ নেওয়া হয়। সব মিলিয়ে ছয় থেকে সাত মাস লেগেছে ইন্টারভিউসহ অন্যান্য আনুষ্ঠানিকতা করতে। আমি নাইমা হারেস রাইদুসহ অন্য যারা আমার জন্য কাজ করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার উপদেষ্টা নীনা আহমেদ, জিয়াউদ্দীন ভাই ওনারা আমার এই নিয়োগে অত্যন্ত খুশি। আমি তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিয়ে চলি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, পেনসেলভেনিয়া স্টেটের গভর্নর টম উলফের এশিয়া-প্যাসিফিক আমেরিকা সম্পর্কিত উপদেষ্টা কমিশনের সদস্য হয়েছেন বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ এনাম চৌধুরী। এনাম চৌধুরী ডেমোক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক হিসেবে দক্ষতার পরিচয় দিয়ে আসায় ও কম্যুনিটির জন্য কাজ করার জন্য  স্টেট গভর্নর তাকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেন। ৯ ডিসেম্বর স্টেটের রাজধানী হেরিসবার্গে এক অনুষ্ঠানের মাধ্যমে গভর্নর উলফ এনাম চৌধুরীর হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি উপদেষ্টা হিসাবে শপথ নেন ১৬ ডিসেম্বর। তিনি গভর্নরের সঙ্গে আগামী দুই বছর কাজ করবেন। পেনসিলভেনিয়া স্টেট-এ এশিয়ানদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশি-আমেরিকানদের উদীয়মান কমিউনিটি হিসেবে স্টেট প্রশাসন বিবেচনা করছে। সে জন্য আমাকে দু’বছরের জন্যে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার এই অর্জন কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতায় সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম উৎসাহিত হবে এবং কমিউনিটির নানাবিধ সমস্যা সমাধানেও সবাই কাজ করা সম্ভব হবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031