ঢাকা ১৬ জুন : অসাধারণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসার সুযোগ করে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার। হিসেবে আবিভূর্ত হন অ্যান্টনি গ্রিজমান।ম্যাচের ৮৯ মিনিটেও গোলশূন। আলবেনিয়ার সমর্থকরা তখন জয়ের সমান ড্রয়ের উচ্ছ্বাসে ভাসার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে ফ্রান্সের ত্রানকর্তা
তবে এখানেই শেষ নয়। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৬) জয়ের ব্যবধানকে দ্বিগুন করেন দিমিত্রি পায়েট। রোমানিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও গোল করে ফরাসিদের জয় নিশ্চিত করেছিলেন যিনি। এর ফলে আলবেনিয়ার বিপক্ষে ফ্রান্সের জয় ২-০ ব্যবধানে।
ভক্ত-অনুরাগীদের কাছে বিস্ময়ই মনে হতে পারে। ম্যাচের প্রথম ৮৯ মিনিটে যারা কোন গোল করতে পারেনি। আর শেষ ছয় মিনিটের ব্যবধানেই দুটি গোল! আর ফরাসিদের বিপক্ষে শেষ মুহুর্তের দুই গোলে হারায় কার্যত আলবেনিয়ার ইউরোর অভিযান শেষ।