দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ আত্মসাত ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান ওরফে শেখ মারুফকে তলব করেছে।
আজ রোবাবার দুপুরে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে তলব করা হয়। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কোটি টাকা আত্মসাত এবং ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মারুফ। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে আগামী ৭ই জানুয়ারি শেখ মারুফকে দুদক প্রধান কার্যালয়ে এসে বক্তব্য দিতে অনুরোধ জানানো হয়।