শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন । আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।
শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী তারেক শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর আড়াইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন বিধি অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।