প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের জন্যই ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

শনিবার দুপুরে বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ঢাকার দুই সিটিতেই সবকেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে।

সিইসি বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন ত্রুটিমুক্ত করার ইভিএম ব্যবহার করব। যাতে লোকে ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ত্রুটিযুক্ত কোনো কিছুর সুযোগ আমরা রাখতে চাই না।’

ইভিএমে ভোট হলে ঢাকার দুই সিটির নির্বাচন ‘সুষ্ঠু হবে না’ বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। এই নির্বাচনে দলটিও অংশ নিচ্ছে।

গত বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইভিএম সম্পূর্ণভাবে ক্রটিযুক্ত এবং আমরা এটাকে প্রত্যাখান করেছি। আমরা বলেছি যে, এটা সঠিক হবে না। এই ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে না।’

তবে নির্বাচন কমিশন বরাবরই বলে এসেছে ইভিএমে ভোট হলে বরং কারচুপির সুযোগ কমবে।

সিইসিও আভাস দিয়েছেন, নির্বাচন কর্মকর্তারা ইভিএমকে ত্রুটিযুক্ত বললে এই সিদ্ধান্ত পাল্টানো যেতে পারে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031