একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে কাজাখাস্তানের আলমাটিতে ১০০ আরোহী নিয়ে । সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নয় জন নিহতের খবর নিশ্চিত করেছে কাজাখাস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
জানা যায়, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমান শুক্রবার সকালে আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি আলমাটি শহর থেকে দেশটির রাজধানী নুর সুলতানের উদ্দেশে যাচ্ছিল।
আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের পর স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন।
বিধ্বস্ত হওয়া বিমানটিতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।