madaripur_teacher_injured

ঢাকা১৬ জুন : তিনজন হামলাকারী মাদারীপুরে এক কলেজ শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ।

পুলিশ জানায়, মাদারীপুর নাজিমুদ্দীন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর কলেজের পাশে তার ভাড়া বাসায় এই হামলা চালানো হয়।

পুলিশ আরও জানায়, হামলাকারী তিনজনের একজনকে জনতা ধাওয়া করে ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

মাদারীপুর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান, শিক্ষক রিপন চক্রবর্তীর বাসায় তিনজন অজ্ঞাতনামা লোক এসে দরোজায় নক করে। দরোজা খোলার পরই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

চিৎকার শুনে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালাতে শুরু করে। দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ফাইজুল্লাহ ফাহিম নামে একজনকে জনতা ধরে ফেলে।

আটক এই ব্যক্তিকে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। ওসি জিয়াউল মোরশেদ জানান, আহত শিক্ষক রিপন চক্রবর্তীকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন তার ওপর এই হামলা চালানো হলো, সে সম্পর্কে পুলিশ কিছু বলতে পারছে না। তবে বাংলাদেশে একের পর এক যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, তার সঙ্গে সর্বশেষ এই হামলার ঘটনার মিল আছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ বলছে, হামলাকারীদের একজনকে যেহেতু হাতে-নাতে ধরা গেছে, তাই জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে তারা আশা করছে।

উল্লেখ্য, জঙ্গি হামলা বন্ধের লক্ষ্যে এখন দেশজুড়ে যে অভিযান চলছে, তার মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় হামলার ঘটনা। এই অভিযানের প্রথম দিনেই পাবনায় একটি হিন্দু সেবাশ্রমের এক সেবককে হত্যা করা হয়।

– See more at: http://www.priyo.com/2016/Jun/15/221817#sthash.5iHRhpbq.dpuf

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031