probas_116525

ঢাকা১৪জুন : মহিবুল ইজদানী খান ডাবলু সুইডেনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক বৃহত্তর স্টকহোম অ্যাসেমব্লির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৭ জুন থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করেছেন। ২০১৮ সালের ১৪ অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে হয়ে যাওয়া বৃহত্তর স্টকহোম অ্যাসেমব্লির নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি দলের প্রতিদ্বন্দ্বিতা তালিকা থেকে একজন প্রার্থী সরে দাঁড়ালে তিনি এই পদে নির্বাচিত হন।

মহিবুল ইজদানী খান ২০০২-২০০৬ মেয়াদে স্টকহোম সিটি কাউন্সিলে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ২০০৬-২০১০ পর্যন্ত বৃহত্তর স্টকহোম অ্যাসেমব্লির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি বৃহত্তর স্টকহোম অ্যাসেমব্লির সাংস্কৃতিক ও শিক্ষা কমিটিরও সদস্য ছিলেন। ২০১০-২০১৪ মেয়াদের সুইডিশ পার্লামেন্ট নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেন।

মহিবুল ইজদানী এক মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ স্টকহোমের ভেলেংবিতে স্থায়ীভাবে বসবাস করেন। তার পৈতৃক বাড়ি মৌলভীবাজারের কনকপুর গ্রামে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031