বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে দারিদ্রের হার আরও কমেছে বলে জানিয়েছে । সংস্থাটি বলছে, গত বছর ২১ দশমিক ৮ শতাংশ হলেও চলতি বছর তা ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। একই সময়ে হতদরিদ্রের হার ১১ দশমিক ৩ শতাংশ থেকে নেমেছে ১০ দশমিক ৫ শতাংশে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রীর সামনে দারিদ্র্যের নতুন এ হার প্রকাশ করেছে বিবিএস। এতে প্রধানমন্ত্রী ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয়ের জরিপ অনুযায়ী, ২০০০ সালে দারিদ্র্যের হার ছিলো ৪৮ দশমিক ৯ শতাংশ। ২০০৫ সালে তা ৪০ শতাংশে ও ২০১০ সালে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে আসে। সর্বশেষ জরিপ অনুযায়ী, ২০১৬ সালে এ হার দাঁড়ায় ২৪ দশমিক ৩ শতাংশ।
এরপরে নতুন করে জরিপ না হলেও জিডিপি প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ২০১৭ সালে ২৩ দশমিক ১ শতাংশ ও ২০১৮ সালে ২১ দশমিক ৮ শতাংশ দারিদ্রের প্রাক্কলন করে বিবিএস।।