বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালিকায় ২৯ নম্বর স্থানে রয়েছেন মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর মধ্যে । বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করে ফোর্বস। এতে প্রথম স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। গত বছর এ তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ২৬ নম্বরে। এ বছর তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দ ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ফোর্বসের ওয়েবসাইটে শেখ হাসিনাকে নিয়ে বলা হয়েছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী এবং ৪র্থ বারের মতো তিনি ক্ষমতায় রয়েছেন। সর্বশেষ নির্বাচনে তার দল আওয়ামী লীগের ভূমিধস জয়ের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যেসব সমস্যা রয়েছে তা দূর করার বিষয়ে সচেষ্ট হয়েছেন।
শেখ হাসিনা ছাড়াও এ অঞ্চলের মধ্যে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও এ তালিকায় স্থান পেয়েছেন। তার অবস্থান ৩৪ নম্বরে।