আইনমন্ত্রী আনিসুল হক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা যথাযথ বলে মনে করেন । এই রায় নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেছেন, তারা নিজেদের নেতৃত্ব টিকিয়ে রাখতে এখন আজেবাজে বলছেন।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আইনমন্ত্রী। বেলা ১১টার দিকে আখাউড়া উপজেলা পরিষদের অদূরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য সম্পূর্ণ মনগড়া। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি সব কাগজপত্র দেখার পর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এখানে বিতর্কের কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কিন্তু তারা এখন নিজেদের দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য আজেবাজে বলছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া টাকা চুরি করে জেলে গেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সব পক্ষের আইনজীবীদের বক্তব্য ও যুক্তিতর্ক শুনে এবং বাংলাদেশের সবচেয়ে উন্নত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও চিকিৎসকদের মেডিকেল প্রতিবেদন দেখে বলেছেন, তাকে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাই তাদের আবেদন নাকচ করেছেন আদালত।’

বিএনপি নেতাদের সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘যে রায়, যে আদেশ, যে নির্দেশ উনাদের পক্ষে যাবে, সেটা অন্যায় হলেও আর মানুষকে পিষে ফেলার হলেও ভালো। উনারা খুশি। বিপক্ষে যখন কিছু বলা হয়, তখন তারা বলেন তাদের ওপর অত্যাচার করা হচ্ছে।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘যাদের আপনারা নেতা মানেন, তারা এতিমের টাকা মারেন, তারা মানুষ মারেন। তাদের বাদ দিয়ে রাজনীতি করেন। কই এই সাহস তো নাই।’

আখাউড়া মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ইমতিয়া আহমেদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমীর চক্রবর্তী।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031