টি-টুয়েন্টিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩টি সেঞ্চুরির অধিকারি অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছিলেন । তবে সুখবর হচ্ছে শীঘ্রই আবারও ক্রিকেটে ফিরছেন তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগব্যাশ টি-টুয়েন্টির মাধ্যমেই ক্রিকেটে ফিরবেন তিনি। বিগব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হয়ে টুর্নামেন্টে মাঠে নামবেন তিনি। মেলবোর্নের কোচ ডেভিড হাসি বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের মাঝেই মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন মারমুখী এই ব্যাটসম্যান।
আসন্ন বিগব্যাশে মেলবোর্ন স্টার্সকে নেতৃত্ব দিবেন ম্যাক্সওয়েল। ইতোমধ্যেই মেলবোর্নের প্রাক মৌসুম অনুশীলনে যো্গ দিয়েছেন এ অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়েছেন মেলবোর্ন কোচ মাইক হাসি।
তিনি বলেন, ‘সবুজ জার্সিতে ম্যাক্সিকে দেখে আসলেই অনেক ভালো লাগছে। মানসিক অবসাদের মতো সংকট কাটিয়ে সে আবার ক্রিকেটে ফিরেছে এটি অনেক আনন্দের সংবাদ। এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়াই হবে তার লক্ষ্য।’
দীর্ঘ চার সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকার পর আবারও প্রত্যাবর্তন করছেন ম্যাক্সওয়েল। বিগব্যাশ খেলার পর আইপিএলেও খেলতে পারেন ম্যাক্সি।