চট্টগ্রাম ১৩ জুন : এ কে এম শামীম চৌধুরী প্রধান তথ্য অফিসার মনে করেন স্থিতিশীল গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে হবে বলে।
সোমবার(১৩ জুন)চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম পিআইডির আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ তাদের বিভিন্ন দাবী প্রধান তথ্য অফিসারের নিকট তুলে ধরেন এবং দাবী আদায়ে তাঁর সহযোগিতা কামনা করেন। সাংবাদিকগণ আঞ্চলিক হিসেবে পত্রিকার বৈষম্য দূর, সঠিক শ্রেণি বিন্যাসকরণ, পেশাগত উৎকর্ষ সাধনে প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, অপ-সাংবাদিকতা রোধে ব্যবস্থাগ্রহণসহ প্রভৃতি বিষয় তুলে ধরেন।
প্রধান তথ্য অফিসার বলেন, সরকার সাংবাদিকদের মাধ্যমে অনেক তথ্য জেনে সে মোতাবেক সিদ্ধান্ত নেয়। সাংবাদিকগণ দেশের উন্নয়নের অপরিহার্য অংশ।বর্তমানে মিডিয়া সেন্সরশীপ নেই,তবে বিবেকের সেন্সরশীপ রয়েছে।
তিনি বলেন, সরকারের গতিশীল নেতৃত্ব ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়ায় বিগত কয়েক বছর মাথাপিছু আয় একশত ডলার করে বেড়েছে।
তিনি আরো বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছে এবং তা থেকে বরাদ্দ দিয়েছে। সাংবাদিকদের কল্যাণে কেন্দ্রীয় কাঠামো করার চিন্তা ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দশটি উন্নয়ন প্রকল্প জনগণের নিকট তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।
পরে তিনি দৈনিক পূর্বকোণ ও দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকা অফিস পরিদর্শন করেন।
সকালে তিনি আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি অফিসের কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সরকারি প্রচার সঠিকভাবে তুলে ধরতে কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ন করতে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সারোয়ার,সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার, এশিয়ান এইজ এর ব্যুরো চীফ নাজিমুদ্দিন শ্যামল, চ্যানেল আই ব্যুরো চীফ চৌধুরী ফরিদ, বিডি নিউজের ব্যুরো চীফ মিন্টু চৌধুরী বক্তৃতা করেন।