ঢাকা ১৩ জুন : জাতিসংঘ ধর্মীয় সংখ্যালঘুসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে । এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংস্থাটি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন বলেন, “হঠাৎ করেই বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। মুক্তমনা, উদারপন্থী, ধর্মীয় সংখ্যালঘু এবং সমকামীদের টার্গেট করে এসব হত্যাকাণ্ড হচ্ছে।”
সোমবার জেনেভাতে অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভার উদ্বোধনী বক্তৃতায় তিনি বিশ্বফোরাম জাতিসংঘের এই উদ্বেগের কথা জানান।
আল হুসেইন আরও বলেন, “আমি সকল সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতাদের আহ্বান জানাচ্ছি স্বাধীনতার ওপর হামলাকারীদের দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করুন।”
জাতিসংঘের হাইকমশিনার এই ধরনের ‘প্রতিরোধযোগ্য দুর্যোগ’ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করুন।তিনি বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াও গভীর উদ্বেগ প্রকাশ করেন।