অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিটি) নামিয়ে আনার কৌশল ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন । রোববার এনইসি সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার জন্য আজকের মধ্যেই একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। কমিটিতে সরকারি ও বেসরকারি ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের রাখা হবে। তিনি বলেন, কীভাবে সুদের হার কমানো হবে, তার কৌশল ঠিক করে কমিটি আগামী ৭ দিনের মধ্যেই গভর্নরের কাছে  প্রতিবেদন জমা দিবে।

অর্থমন্ত্রী বলেন, এই কমিটি কী কারণে খেলাপি ঋণ ও সুদ হার বাড়ে, তার কারণ খুঁজে বের করবে। এছাড়া কী পদক্ষেপ নিলে খেলাপি ঋণ কমানো যাবে তার সুপারিশ দেবে। বাংলাদেশ ব্যাংক সেই অনুসারে কাজ করবে। সুপারিশগুলো বাস্তবায়ন করলে ৩১শে ডিসেম্বরের পর থেকে খেলাপি ঋণ ও ব্যাংক ঋণের সুদ হার কমবে বলেও আশা প্রকাশ করে তিনি।।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031