দেশে ফিরেছে টেনে ট্রাকে পাওয়া মৃত ৩৯ ভিয়েতনামির সকলের মরদেহ । দুই দফায় এই মরদেহগুলো ফেরত আনা হয়। এর আগে বুধবার ১৬টি মরদেহ আসে আর শনিবার আসে বাকি ২৩টি। দেশটির রাজধানী হ্যানয়ের নই বাই বিমানবন্দর দিয়ে মরদেহগুলো আনা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রথম দফায় আসা মরদেহগুলো তাদের নিকট আÍীয়ের কাছে পৌঁছে গেছে। বৃটেনে পাওয়া ওই ৩৯ মরদেহ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠিকে বিদেশে পাচারের অবৈধ কার্যকলাপের প্রতি স্পটলাইটে নিয়ে আসে। ইতিমধ্যে ভিয়েতনাম পুলিশ ওই ঘটনার সঙ্গে যুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার ওই ৩৯ ভিয়েতনামিকে বহন করা ট্রাকের ড্রাইভার তার দোষ স্বীকার করেছেন।
ভিয়েতনামে
কর্মসংস্থানের অভাব, পরিবেশগত বিপর্যয় ও সামাজিক নানা কারণে মানুষজন
বাইরের দেশে চলে যেতে চায়। নিহতদের পরিবার জানিয়েছে, তারা সকলেই ভেবেছিলেন
যে বৃটেনে গিয়ে তারা উন্নত জীবন পাবে। মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙ্গে
পরেন মৃতদের পরিবারের সদস্যরা।