এক গাড়ি চালক নিহত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাদরাসা রোড সাদ্দাম মার্কেটের সামনে মটর সাইকেল ধাক্কায় মো. আবদুল আল মামুন সরকার (৪০) নামের বাংলাভিশন টেলিভিশনের ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিয়াম আলী জানান, তারা কয়েকজন সহপাঠী সাইনবোর্ড গিরিধারা এলাকায় কোচিং শেষ করে মাতুয়াইলের বাসায় যাচ্ছিলে। এসময় মাদরাসা রোডে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে ঢাকাগামী একটি মটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক ইমরান খান
জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের
ছেলে মামুন। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন । তিনি ৩
সন্তানের জনক ছিলেন। মামুন বাংলাভিশন টেলিভিশনে গাড়ি চালক ছিলেন ।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।