আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ । উত্তরে শেখ বজলুর রহমানকে সভাপতি ও এসএম মান্নান কচিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আবু আহম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই সিটি কমিটির পুরনো সভাপতি-সাধারণ সম্পাদক কাউকেই নতুন করে দায়িত্ব দেয়া হয়নি। এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিদায়ী কমিটিতে ঢাকা উত্তরে সভাপতি ছিলেন সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন আরেক সংসদ সদস্য সাদেক খান। দক্ষিণে সভাপতি ছিলেন হাজী আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহে আলম মুরাদ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031