পুলিশ হলি আর্টিজান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে । তবে খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল পুলিশ সদর দপ্তরে কাবাডি ফেডারেশনের এস এ গেমসের পুরুষ ও নারী সদস্য দলের নাম ঘোষণা অনুষ্ঠানে মামলার রায়ের প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ কথা বলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইজিপি বলেন, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনার মামলায় আদালত রায় দিয়েছেন। এই মামলায় আট আসামির মধ্যে আদালত সাত জনের মৃত্যুদন্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। তবে আদালত একজনকে খালাস দিয়েছেন। যে খালাস পেয়েছে তার বিরুদ্ধে আমরা আপিল করবো। তিনি বলেন, তদন্ত কর্মকর্তারা নিরলসভাবে তদন্ত কার্যক্রম করেছেন। মামলার রায়ই সেটি প্রমাণ করেছে। তবে খালাসের বিষয়ে আমরা আদালতের পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণ করবো। তারপর আপিল করবো।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |