আপিল বিভাগ আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন । জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন এডভোকেট খোরশেদ আলম খান।
এছাড়া খালেদা জিয়ার আপিল শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ শতাধিক আইননজীবী।
এর আগে গত ২৫শে নভেম্বর খালেদা জিয়ার এই জামিন আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য আসলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বলেন, ‘এটি আমরা পূর্ণাঙ্গ বেঞ্চে (আপিল বিভাগের ছয় বিচারপতি) শুনবো।’ এরপর জামিন আবেদনের বিষয়টি শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়।