১লা ডিসেম্বর স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ) ২৫তম আসরে অংশ নিতে । ২রা ডিসেম্বর দেশটির রাজধানী মাদ্রিদে ওই সম্মেলন শুরু হবে। ৩রা ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জলবায়ু পরিবর্তনে হুমকির সম্মুখীন বাংলাদেশ। এ কারণে সৃষ্ট ঝুঁকির ভয়াবহতা বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত বৈশ্বিক আলোচনা এবং দর কষাকষিতে আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আগামী ২ রা ডিসেম্বর জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ে মাদ্রিদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে যে বিষয়গুলোকে গুরুত্ব দিবেন সেগুলো হচ্ছে- লস অ্যান্ড ড্যামেজ, জলবায়ু পরিবর্তনে অর্থায়ন, ওয়ারশো ইন্টারন্যাশনাল মেকানিজমের ম্যান্ডেট আরও শক্তিশালী করা ইত্যাদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইদিনে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তের সঙ্গেও বৈঠক করবেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |