কাতারে সৌদির নেতৃত্বে চার দেশের অবরোধ চলছে । প্রতিবেশিদের অবরোধের মুখে ঘুরে দাঁড়িয়েছে কাতার। এমন অবস্থায় কাতার সফরে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দোহার সঙ্গে আঙ্কারার সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

কাতারের সঙ্কটকালীন সময়ে বন্ধুর মতো পাশে থাকার কথা জানিয়ে এরদোয়ান বলেন, ‘আমরা কখনো হুমকি ও ঝুঁকির মুখে আমাদের বন্ধুদেরকে একা ছেড়ে যায়নি এবং কখনো একা ফেলে যাব না।’

দোহা সফরকালে তিনি সেখানে নতুন নির্মিত তুরস্কের একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এবং সেখানে তুর্কি সেনাদের সঙ্গে বৈঠক করেন। তুর্কি এ ঘাঁটিতে ৫,০০০ সেনা মোতায়েন রাখা সম্ভব। কাতারে তুরস্কের সেনা কমান্ডকে প্রেসিডেন্ট এরদোয়ান ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সংহতি ও আন্তরিকতার প্রতীক বলে উল্লেখ করেন। তিনি বলেন, যৌথভাবে সামরিক ঘাঁটি নির্মাণ এবং পরিচালনার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব।

এরমধ্য দিয়ে দৃশ্যত এরদোয়ান ২০১৭ সালের আঙ্কারার অবস্থানকে তুলে ধরলেন। ওই বছরের জুন মাসে সৌদি আরব এবং আরো কয়েকটি মিত্রদেশ মিলে কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে। তখন তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031