অন্তত ৮ জন নিহত হয়েছেন গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় । এদের মধ্যে ফরিদপুরে ৩ জন, নেত্রকোনায় ২ জন, রাজবাড়ীতে ১ জন, মুন্সীগঞ্জে ১ জন ও বেনাপোলে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে-
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব সদর্দি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ  তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বাস চালক সিরাজ (৪৫) ও বাসযাত্রী রাবিউল(৫০) এদের দুজনেরই বাড়ি মাদারীপুর। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে জাকির মন্ডল (৩২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল শেখ (৫০) নামে আরো এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বিকাল ৩টায় বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজদিখানে ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কেরানীগঞ্জ মডেল থানার গুয়ালখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র।গুরুতর আহত ৩ জনকে ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়াছে । গতকাল দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের উপড় এ ঘটনা ঘটে।
বারহাট্টা  (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোণার বারহাট্টায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এঘটনায় আরও ৪জন আহত হয়েছে। এরা সবা মোটর সাইকেলের আরোহী ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বারহাট্টা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার বড়ি গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাতকোণা গ্রামের আব্দুল হেলিমের পুত্র নিজাম (২৩) ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের শ্যামচাঁদ সরকারের পুত্র শাওন (২১)।
বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, বেনাপোল স্থল বন্দরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহর আলী (১৯) বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আব্দুল জলিলের ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন পোর্ট থানার এস.আই মোস্তাফিজুর রহমান।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031