বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে । আজ দুপুর ২টায় সুপ্রিম কোর্ট চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে তারা।
সমাবেশ শেষে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গেটের সামনে যান। এ সময় পুলিশ তাদের বাইরে যেতে বাধা দেয়। এ সময় পুলিশ ও আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনসহ শতাধিক আইনজীবী।