আর্ন্তজাতিক১২ জুন : বিস্ফোরণে অন্তত ৩ জন আহত হয়েছেন চীনের সাংহাই পুনডং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ অ্যাজেন্সি পুলিশের বরাত দিয়ে বলছে, বিকেল ৩ টায় তল্লাশি কাউন্টারের কাছে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তদন্ত শুরু করেছে পুলিশ।
সাংহাই পুনডং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এনবিসি নিউজ বলছে, হাতে তৈরি বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। পুলিশ ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বিমান চলাচলে এর কোনো প্রভাব পড়েনি।
এদিকে, ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, চীনের সবচেয়ে দ্বিতীয় ব্যস্ত বিমানবন্দরে স্থানীয় সময় রোববার ২ টা ২০ মিনিটে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত নি নামের এক যাত্রী বলেন, ‘ওই মুহূর্তে, সাদা ধোঁয়া ভরা একটি বিয়ারের বোতল আমার পায়ের কাছে ঘুরতে থাকে; আমি ভয় পেয়েছিলাম’।