বাম গণতান্ত্রিক জোটের নেতারা সরকারের প্রশ্রয়ে দেশ আজ লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন। তারা বলেন, সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে পিয়াজ-চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়েছে। তাই কোন পণ্যের দাম বাড়ার কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন বাম নেতারা। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ফখরুদ্দিন কবীর আতিক, ইউসিএলবি’র সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।