ঢাকা ১২ জুন :রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১ম বৈঠকে এ সুপারিশ করা হয়। ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলকরণের আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৈঠকে কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম।
বৈঠকে উন্নত দেশগুলো ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত নিন্ত্রণমূলক কৌশল হিসেবে যে প্রযুক্তি ব্যবহার করছে বাংলাদেশেও সেগুলোকে গুরুত্বের সঙ্গে অনুসরণের সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদীয় কমিটি কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির পেশকৃত প্রতিবেদনে উল্লিখিত ২০টি ঔষধ কোম্পানির লাইসেন্স বাতিলকরণের আইনি প্রক্রিয়া সমাপ্ত করে দ্রুত বাস্তবায়ন করার জোর সুপারিশ করে। তাছাড়া ওষুধ কোম্পানিগুলোর পরিদর্শন টিমের কার্যক্রম অব্যাহত রাখারও সুপারিশ করা হয়।
কমিটি ভেজাল ওষুধ প্রস্তুত প্রতিরোধে দুর্নীতিবাজ কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিদ্যমান আইন/বিধিমালাকে সংশোধনের মাধ্যমে যুগোপযোগীসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে শক্তিশালী করার সুপারিশ করে।
তাছাড়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সৃজনকৃত পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের সুপারিশ করে।
বৈঠকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে সরবরাহকৃত আইসিইউ ও এমআরআই মেশিনগুলো অনতিবিলম্বে সচল করার সুপারিশ করা হয়।
কমিটি গোপালগঞ্জ এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এর তৃতীয় শাখা কারখানা স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার জন্য সুপারিশ করে।
এছাড়াও গোপালগঞ্জ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করারও সুপারিশ করে।