অন্তত ৭ জন নিহত হয়েছে চট্টগ্রামের পাথরঘাটা এলাকার এক বাড়িতে রান্নাঘরের গ্যাস বিস্ফোরণে ও আগুন লেগে । আহত হয়েছে কমপক্ষে সাতজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো.  মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা  হচ্ছে, গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি জানান, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। ওই বাড়ি থেকে আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের কথা বলেছে ওই বাড়ির বাসিন্দারা। আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি। দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031