বিশ্ববিদ্যালয় প্রশাসন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের তিন শিক্ষার্থীকে মাদক সেবনকালে আটক করেছে ।

জানা গেছে, ওই ছাত্রী হলের সিঁড়ি রুমে মাদক সেবন করেন এই তিন শিক্ষার্থী। হলের অন্য শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে আসে এবং শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা হাতেনাতে ধরা পড়েন। 

ওই তিন শিক্ষার্থী হলেন- বিবিএ ডিপার্টমেন্টের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাফিসা নোভেরা নাফসি, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাহমুদা দিপ্তী এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উম্মে রোকসানা ইতি।

জানা গেছে, অভিযুক্ত তিনজনের মধ্যে নাফসি ও দীপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং ইতিও ওই সংগঠনের সাথে স্বক্রিয়ভাবে জড়িত।

হলে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হলের মধ্যে গাঁজা সেবন প্রায় সময়ই চলে। আমরা অভিযোগ করলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

হল প্রভোস্ট আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্টকে পাঠানো হয়েছে এবং আমাদের কাছে অভিযোগপত্র এসেছে- আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

বিশ্ববিদ্যালয় হলগুলোতে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে প্রক্টর নেওয়াজ মুহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাদকদ্রব্য সেবনের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি। প্রত্যেক হলে কয়েকজন করে সহকারী প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। তারা নিয়মিত রিপোর্ট জমা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031