আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কোনো দুর্নীতিবাজ, মাদক ও ক্যাসিনো ব্যবসায়ীদের স্থান আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনে হবে না বলে মন্তব্য করেছেন ।
শনিবার বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বগুড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে শহরের শহীদ খোকন পার্কে বেলা ১১টায় এই সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বিষয়টি স্পষ্ট করেছেন এবং সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনে তার নজিরও মানুষ দেখেছে। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য। যারা সেটি করবে না তাদের স্থান আওয়ামী লীগে হবে না।’
বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি খায়রুজ্জামান লিটন আরো বলেন, ’৯০ এর পর বিএনপি ক্ষমতায় এসে কৃষক-শ্রমিক হত্যাসহ দেশের মিল কারখানা বন্ধ করে দিয়েছিল। বিএনপি সরকারের আমলে এশিয়ার বৃহৎ পাটল আদমজি জুট মিল বন্ধ হয়ে যায়। ফলে বেকার হয়ে পড়ে হাজার হাজার শ্রমিক। ওই সময়ে বাংলাদেশে পাটকল বন্ধ হলেও ভারতের কোলকাতাসহ পশ্চিমবঙ্গে ১৭টি পাটকল চালু হয়।’
এ সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনও চলমান আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।’
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার রায় প্রমুখ।