144_116272

ঢাকা ১২  জুন : ১০ জুন থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ভালো কাজ হচ্ছে।দেশব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান নিয়ে গণমাধ্যমের সমালোচনা করে  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, আমরা দেশব্যাপী অভিযান চালাচ্ছি।  কিছু কিছু পত্রপত্রিকা এটাকে নেতিবাচকভাবে দেখছে। পুলিশ কাজ করলেও সমস্যা, না করলেও সমস্যা। পুলিশের কাজ কোনোটাই তাদের ভালো লাগে না।  রবিবার চট্টগ্রামে আয়োজিত এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নীরবে কাজ করলে বলে পুলিশ কোনো কাজই করে না।  পুলিশ ব্যর্থ, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো জবাবদিহিতা নেই।  পুলিশ যখন সরবে কাজ করে তখন বলে ঢাকঢোল পিটিয়ে কাজ করছে।  এগুলো আসল কাজ করার জন্য করছে না।  তাহলে আমরা যাব কোথায়?’

তিনি আরও বলেন, ‘আমার কথা হলো, পুলিশ তো বিভিন্ন কৌশলে কাজ করবে।  প্রকাশ্যে করবে, গোপনে করবে, নানাভাবে করবে।  এগুলো পুলিশের কর্মকৌশল।  যদি কোনো নিরাপরাধ লোক, মামলার আসামি না এমন লোক কিংবা সন্দেহভাজন নন এমন লোক, তাকে যদি গ্রেপ্তার করা হয় তবে আমাকে জানান।  আমি অবশ্যই ব্যবস্থা নেব।’

গ্রেপ্তার বাণিজ্যের আশংকা করে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সমালোচনা করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বলেন, আমাদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, জিজ্ঞেস করলেই উনি হুট করে কথা বলে ফেলেন।  উনি তথ্য না নিয়ে, না বুঝে, না শুনে হুট করে কমেন্ট (মন্তব্য) একটা করে ফেলেন।

নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রহুল আমিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম, প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, বিজিএমইএর প্রথম সহ সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান।

 

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031