বিজিবির সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি’ হয়েছে কক্সবাজারের টেকনাফে । এ ঘটনায় ইয়াবা কারবারি মিয়ানমারের এক নাগরিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হচ্ছে মিয়ানমারের মোতালেবের পুত্র নুর কবির (২৮)। পাচারকারীদের গুলিতে দুই বিজিবি সদস্যও আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য সাড়ে তিন কোটি টাকার ওপরে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদাস্থ ছ্যুরি খালের কিনারায় কেওড়া বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি কাঁদা মাটিতে গর্ত খুঁড়ছিলো। এ সময় বিজিবির নিয়মিত টহলদল টর্চের আলোতে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। এতে কালো পলিথিন মোড়ানো বস্তা নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় তারা। বিজিবি জওয়ানরা তাদের পিছু ধাওয়া করলে ইয়াবা পাচারকারী দল অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।