কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে আলোচিত নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামীকে । ফেনী জেলা কারাগারে ফাঁসির মঞ্চ না থাকায় তাদেরকে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

আজ সকালে ফেনী জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদে কে স্থানান্তর করা হয়। তারা হলেন- প্রফেসর আফসার উদ্দিন, শাহাদাত হোসেন শামিম,নুর উদ্দিন, কাউন্সিলর মকসুদ আলম, মোঃ শামিম, ইমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান যোবায়ের, আব্দুর রহিম শরিফ, মহি উদ্দিন শাকিল, হাফেজ আব্দুল কাদের।

ফেনী জেলা কারাগারের জেলার মোঃ দিদারুল আলম বলেন, সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ জনকে কুমিল্লা কেন্দ্রীয়  কারাগারে পাঠানো হয়েছে। কারা মহা পরিদর্শক (আইজি প্রিজন) নির্দেশে তাদের কুমিল্লা স্থানান্তর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন, সিরাজ উদদৌলাকে বিচারাধীন মামলা থাকায় আগামীকাল আদালতে হাজিরা শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে। একই দিন কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপিকে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে।

ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, যেসব আসামির দীর্ঘমেয়াদি শাস্তি ও মৃত্যুদণ্ড হয়, তাদের জেলা কারাগারে না রেখে নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য কারাবিধিতে নির্দেশনা রয়েছে।

এরই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঠানো হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় কারাগারগুলোতে জনবল ও কনডেম সেলের সংখ্যা বেশি। তাদের পরিচালনার জন্য যা যা প্রয়োজন সব সেখানে রয়েছে। ফেনী জেলা কারাগারে কনডম সেল ও ফাঁসির কোনো মঞ্চ নেই, সেখানে সব রয়েছে।

এদিকে আসামীদের কুমিল্লা স্থানান্তরের খবর পেয়ে মঙ্গলবার সকালে থেকে আসামীদের স্বজনরা কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। পরে পুলিশ ও কারারক্ষীরা তাদের নিরাপদে সরিয়ে দেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031